বাসস
  ০৭ এপ্রিল ২০২৫, ১৪:১১
আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ১৪:৩৩

মেহেরপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

মেহেরপুর জেলায় চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। ছবি: বাসস

মেহেরপুর, ৭ এপ্রিল, ২০২৫ (বাসস): জেলায় চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সামিউল হক, গাংনী উপজেলা নিবার্হী অফিসার প্রিতম সাহা, ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজুম মুনির, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, পুলিশ পরিদর্শক বজলুর রহমান, তথ্য অফিসার আব্দুল্লাহ্ আল মামুন প্রমুখ।

প্রস্তুতি সভায়, বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকজ খেলাধুলা, সকল শিক্ষা প্রতিষ্ঠানে নববর্ষ উদযাপন, ক্ষুদ্র ও কুটির শিল্প ও বিসিক আয়োজিত মেলা, হাসপাতাল, জেলখানা, শিশু পরিবারে বাঙালি খাবার পরিবেশন, দর্শনীয় স্থানে শিশুদের জন্য বিনা টিকিটে প্রবেশ, হোটেল রেস্টুরেন্টে বাঙালি খাবার পরিবেশন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।