বাসস
  ০৭ এপ্রিল ২০২৫, ১৫:২৪
আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ১৬:০২

সাতক্ষীরায় ভাঙন কবলিত এলাকায় সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

সাতক্ষীরায় ভাঙন কবলিত এলাকায় সেনাবাহিনীর ত্রাণ বিতরণ। ছবি: বাসস

সাতক্ষীরা, ৭ এপ্রিল, ২০২৫ (বাসস): সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়ায় বেঁড়িবাধ ভাঙন কবলিত এলাকার ক্ষতিগ্রস্ত প্রত্যন্ত অঞ্চলের মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

সোমবার দুপুরে আনুলিয়া ইউনিয়নের বিছট গ্রামে ত্রাণ বিতরণ করেন ৫৫ পদাতিক ডিভিশন যশোর সেনানিবাসের জিওসি মেজর জেনারেল জেএম ইমদাদুল ইসলাম।

এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, ১০৫ পদাতিক বিগ্রেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজহার সিদ্দিকী, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়, পানি উন্নয়ন বোর্ড খুলনা বিভাগীয় তত্বাবধায়ক সৈয়দ শাহিদুল আলম, সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. শাখাওয়াত হোসেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুসসহ আরো অনেকে।

এসময় জিওসি মেজর জেনারেল জেএম ইমদাদুল ইসলাম বলেন, দূর্যোগ আক্রান্ত ভুক্তভোগীদের পাশে বাংলাদেশ সেনাবাহিনীর সকল সদস্য নিরলসভাবে পরিশ্রম করে যাবে।

তিনি আরো বলেন, উপজেলার আনুলিয়া ইউনিয়নের বিছট গ্রামের ভাঙন কবলিত এলাকার রিংবাঁধ নির্মাণ ও ক্ষতিগ্রস্ত জনগণের সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনী সক্রিয়ভাবে কাজ করছে।

উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের সেনা সদস্যগণ পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় করে বাঁধ মেরামতের কাজ বাস্তবায়ন করে যাচ্ছেন। সেনাবাহিনীর তত্ত্বাবধানে স্থানীয় জনগন এবং পানি উন্নয়ন বোর্ডের সহায়তায় দুই পাশ থেকে রিংবাধ নির্মাণের তৃতীয় স্তরের কাজ বর্তমানে চলমান রয়েছে।

এর আগে, গত ৩১ মার্চ আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের বিছট গ্রামের দেড়’শ ফুট জায়গা জুড়ে নির্মিত বেঁড়িবাধ ভেঙে খোলপেটুয়া নদী গর্ভে বিলীন হয়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়।

এতে বিধ্বস্ত হয় শতাধিক কাঁচা ঘর-বাড়ি। পানিতে ভেসে যায় প্রায় ৪ হাজার বিঘা মৎস্য ঘের এবং ২১ হেক্টর জমির ফসল। পানিবন্দি হয়ে পড়ে হাজার হাজার মানুষ।