শিরোনাম
বাগেরহাট ,৭ এপ্রিল, ২০২৫ (বাসস) : ঈদ উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে বাগেরহাটের ঘরে ফেরা মানুষ আবার ছুটছেন স্ব স্ব কর্মস্থলে । তারা ফিরছেন রাজধানী ঢাকা চট্টগ্রামসহ বিভিন্ন গন্তব্যে।
বাগেরহাট কেন্দ্রীয় বাসটার্মিনালে যাত্রীদের অধিক সেবা প্রদানে অতিরিক্ত বাস চলাচল করলেও অনেক যাত্রী সাধারণ টিকিট পাচ্ছেন না। ভাড়া নিয়ে কোন অভিযোগ নেই ,তবে তারা কর্মস্থলে সময়মতো পৌঁছাতে না পেরে উদ্বেগ উৎকন্ঠায় বাস টার্মিনালে ভিড় করছেন।কচুয়ার সিদ্দিকুর রহমান তিনি পেশায় কলেজ শিক্ষক তার ছুটির সময়সীমা অতিক্রান্ত হলেও টিকিট পাননি।বাগেরহাট বাসাবাটি কেবি এলাকার রাহাত আমিন অভি চাকরি করেন ঢাকার নতুন বাজারে ,বি আর টিসির বাস গতকাল বিকেল ৫ টায় ছেড়ে যাবার কথা থাকলেও ঐ বাসটি রাত ৯ টায় ছেড়ে গেলে ঢাকার কর্মস্থলে পৌছাতে রাত ৩ টা বাজবে বলে যেতে পারেন নি।
এদিকে গত শনিবার বাগেরহাট বি আর টিএ জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ কেন্দ্রীয় বাস টার্মিনালে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ইমা পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান।এসময় উপস্থিত ছিলেন বি আর টিএ বাগেরহাট সার্কেলের মোটরযান পরিদর্শক মোঃ ওমর ফারুক, ট্রাফিক ইন্সপেক্টর মোঃ সবুজ।
বাগেরহাট বাস টার্মিনাল থেকে দোলা,বলেশ্বর, ইমা,হামিম,দিগন্ত, বনফুলসহ ২০ টির অধিক পরিবহন তাদের গাড়িতে নিয়মিত অনেক যাত্রীদের সিট দিতে পারছেনা বলে জানান শাহাদাত হোসেন ।তিনি অন্য পরিবহনের গাড়ি ভাড়া নিয়ে যাত্রীদের সেবা দিতে এবং দুর্ভোগ লাঘবে বিকল্প ব্যবস্থা নিয়েছেন। আগামী আরও দুদিন যাত্রীদের বাড়তি চাপ রয়েছে বলে বাগেরহাট আন্তঃজেলা বাস মিনিবাস মালিক সমিতির আহবায়ক আখতারুজ্জামান জানালেন, অন্যান্য বছরের তুলনায় এবার যাত্রীরা নির্বিঘ্নে ঢাকা, চট্রগ্রাম, কুমিল্লা,দিনাজপুর, যশোর কুষ্টিয়া,নড়াইল, সাতক্ষীরা, কুড়িগ্রাম, রংপুর যেতে পারছেন।মোরেলগঞ্জের এক যাত্রী শাহাজান জানালেন ঢাকা থেকে এসেছেন ১২ শ টাকায় যাওয়ার সময় বাগেরহাট বাস টার্মিনালে কাউন্টারে ভাড়ার চেয়ে অতিরিক্ত ৩ শ টাকা বেশি নিলেও তারা সঠিক সময়ে অফিস করতে পারবেন বলে বেশ খুশি।
ঈদ যাত্রাকে নিবিঘ্ন করতে বাগেরহাট নোয়াপাড়া কাটাখালি এবং গোপালগঞ্জ থেকে ঢাকার সায়েদাবাদ পর্যন্ত মহা- সড়কে হাইওয়ে পুলিশ এবং সংশ্লিষ্ট থানা পুলিশ যথারীতি প্রহরা ও প্রটেকশন দিয়ে চলেছে।এখন পর্যন্ত কোন সড়ক দুর্ঘটনার খবর পাওয়া যায়নি। বেপরোয়া গাড়ি চালালেই ধরা পড়ছে অত্যাধুনিক প্রযুক্তিগত মেশিনে আর জরিমানা ও গুনতে হচ্ছে।বাগেরহাট পুলিশ সুপার তৌহিদুল আরিফ বাসসকে জানান, ঈদের আগে ও পরে যাত্রীদের ডাকাতি ছিনতাই এড়াতে পুলিশের ব্যাপক নজরদারিতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।