বাসস
  ০৭ এপ্রিল ২০২৫, ১৮:২০
আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ১৮:৫২

সাতক্ষীরা মধু আহরণের উদ্বোধন

ছবি : বাসস

সাতক্ষীরা, ৭ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলায় মধু আহরণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বনবিভাগ সাতক্ষীরা রেঞ্জের আয়োজনে সোমবার দুপুরে বুড়িগোয়ালিনি ফরেস্ট প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছা. রনি খাতুন।

খুলনা বিভাগীয় বন কর্মকর্তা এ.জেড.এম হাসানুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মোহাম্মদ হুমায়ুন কবির মোল্লা, বুড়িগোয়ালিনি ইউপি চেয়ারম্যান গাজী নজরুল ইসলাম। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মশিউর রহমান। এসময় আরও বক্তব্য রাখেন, মধু গবেষক মইনুল ইসলাম, সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, মৌয়াল আব্দুল হাকিম গাজী ও আবু মুসা প্রমুখ। 

উল্লেখ্য গত পহেলা এপ্রিল থেকে মধু সংগ্রহের পাশ দেওয়া শুরু হলেও পবিত্র ঈদ উল ফিতরের কারণে আজ সোমবার আনুষ্ঠানিক ভাবে মধু আহরণের উদ্বোধন করা হয়।