বাসস
  ০৭ এপ্রিল ২০২৫, ১৯:৩৫

কুমিল্লায় অবৈধভাবে ভরাটকৃত শতবছরের পুরোনো পুকুর পুনরুদ্ধার 

সোমবার কুমিল্লায় অবৈধভাবে ভরাটকৃত শত বছরের পুরনো পুকুর উদ্ধার করা হয়। ছবি: বাসস

কুমিল্লা (দক্ষিণ), ৭ এপ্রিল ২০২৫ (বাসস) : জেলায় আজ আদর্শ সদর উপজেলার জগন্নাথপুরে অবৈধভাবে ভরাটকৃত শতবছরের পুরোনো একটি পুকুর পুনরুদ্ধার করা হয়েছে। পুকুরটি খনন করে আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

আজ সোমবার দুপুরে অবৈধভাবে ভরাটকৃত পুকুরের উত্তোলিত আনুমানিক একলাখ ২০ হাজার ঘনফুট বালু প্রকাশ্যে নিলামে বিক্রি করা হয়। 

অবৈধভাবে ভরাটকৃত পুকুরটি পুনরুদ্ধারে অভিযান পরিচালনা করেন কুমিল্লা আদর্শ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা জাহান।

এসময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক খন্দকার মাহমুদ পাশা-সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। 

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কুমিল্লার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুরে শত বছরের বালুতোপা পুকুর (স্থানীয় নাম কারকুইন্না পুকুর) ভরাট করা হচ্ছে- এই মর্মে স্থানীয় বাসিন্দারা কুমিল্লার জেলা প্রশাসক কার্যালয়ে অভিযোগ করেন। এ অভিযোগের প্রেক্ষিতে কুমিল্লার জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনকে এ বিষয়ে পদক্ষেপ নিতে বলেন। এর প্রেক্ষিতে আদর্শ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা জাহান ২৫ মার্চ সরেজমিনে পরিদর্শনে যান এবং পুকুর ভরাট বন্ধের নির্দেশ দেন। এরপর ২৬ মার্চ আবারও অভিযুক্তরা নির্দেশ অমান্য করে পুকুর ভরাট শুরু করেন। পুনরায় অভিযোগ পেয়ে ২৭ মার্চ সহকারী কমিশনারের নেতৃত্বে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করেন। এসময় পরিবেশ অধিদপ্তর বাদী হয়ে পুকুর ভরাটের দায়ে অভিযুক্ত ইয়াছিন মজুমদার গংদের বিরুদ্ধে নিয়মিত মামলা করে। এরই ধারাবাহিকতায় পুনরুদ্ধার করা হয় পুকুরটি। জেলা প্রশাসকের নির্দেশে আজ সোমবার অবৈধভাবে ভরাটকৃত পুকুরের উত্তোলিত আনুমানিক একলাখ ২০ হাজার ঘনফুট বালু  নিলামে বিক্রি করা হয়।

কুমিল্লায় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক খন্দকার মাহমুদ পাশা জানান, শতবর্ষের পুরোনো বালুতোপা পুকুরটির আয়তন একএকর ৭২ শতাংশ। পুকুরটির মালিক ফেরদৌস আরা বেগম গং দু’বছর আগে আমোক্তানামা দেন ইয়াছিন মজুমদার ও বনেশ পোদ্দার গংকে। তারা অসৎ উদ্দেশ্যে পুকুরটির প্রায় অর্ধেক বালু দিয়ে ভরাট করে ফেলেন। এ নিয়ে পরিবেশ অধিদপ্তর মামলা দায়ের করে।

কুমিল্লার আদর্শ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রট কর্মকর্তা তানজিনা জাহান বলেন, শতবছরের ঐতিহ্যবাহী বালুতোপা পুকুরটি পুনরুদ্ধারের লক্ষ্যে বেআইনিভাবে ভরাটকৃত বালু উত্তোলন ও প্রকাশ্যে নিলামে বিক্রি করা হয়েছে। পুকুরটি খনন করে আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে।