বাসস
  ০৭ এপ্রিল ২০২৫, ২১:০৩

সরকারি কর্মকর্তার ছদ্মবেশে প্রতারণার অভিযোগে দুইজন গ্রেফতার

ঢাকা, ৭ এপ্রিল, ২০২৫ (বাসস) : সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে রাজধানীর লালবাগ এলাকা থেকে একটি প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি। 

গ্রেফতারকৃতরা হলেন- সুশান্ত বিশ্বাসের ছেলে সুকান্ত বিশ্বাস (২৪) এবং কৃষ্ণ বৈদ্যের ছেলে মানব বৈদ্য (২৩)। তাদের বাড়ি মাদারীপুর জেলার রাজৈর থানার বাজিতপুরের চৌরাশি গ্রামে।

আজ সিআইডি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতদের কাছ থেকে জালিয়াতির কাজে ব্যবহৃত ছয়টি মোবাইল ফোন এবং ১৪টি সিম কার্ড জব্দ করা হয়েছে।

এ বিষয়ে পল্টন থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। পল্টন থানার মামলা নং-২ ধারা-সাইবার নিরাপত্তা আইন ২০২৩ এর ২৩(২)/২৪(২)/৩০(২)/৩৫(২) ৪০৬/৪২০ মামলাটি সিআইডি তদন্ত করছে।