শিরোনাম
পিরোজপুর, ৮ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলায় আজ ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
বেলা ১১টায় জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)এর আয়োজনে এবং পিরোজপুর সদর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় উপজেলা প্রশাসনের সভাকক্ষে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। পিরোজপুর সদর উপজেলার ৭টি ইউনিয়ন থেকে ৪০ জন গ্রাম পুলিশকে এতে প্রশিক্ষণ দেয়া হবে।
প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি মাসব্যাপী এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট এর মহাপরিচালক মোঃ আব্দুল কাইয়ুম।
পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, পিরোজপুর পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের, সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশিদ, পিরোজপুর স্থানীয় সরকারের উপ পরিচালক মোঃ সাখাওয়াত হোসেন, আনসার ও ভিডিপির জেলা কমান্ডার মোঃ ইসমাইল হোসেন।