বাসস
  ০৮ এপ্রিল ২০২৫, ১৮:০৪

অবিলম্বে ফিলিস্তিনে গণহত্যা বন্ধ চাই : সালাহউদ্দিন আহমেদ

ছবি : সংগৃহীত

ঢাকা, ৮ এপ্রিল, ২০২৫ (বাসস) : বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা সারা পৃথিবীতে নির্যাতিত মুসলিমদের পাশে দাঁড়ান। আমরা অবিলম্বে ফিলিস্তিনের গাজায়, রাফায় গণহত্যা বন্ধ চাই।’

আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর চলমান গণহত্যার প্রতিবাদে ‘নো ওয়ার্ক, নো স্কুল আনটিল দ্য জেনোসাইড স্টপস’ কর্মসূচীর সমর্থনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন। সমাবেশে  ফিলিস্তিনের জন্য বিএনপি’র বৃহৎ পরিসরে কর্মসূচি ঘোষণা দেওয়ার কথাও জানান তিনি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ফিলিস্তিনে গণহত্যার পক্ষে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মদদ যোগাচ্ছে মার্কিন বাহিনী। আমরা তার তীব্র নিন্দা ও ক্ষোভ জানাই। মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানাই, আপনারা সারা পৃথিবীতে নির্যাতিত মুসলিমদের পাশে দাঁড়ান। আমরা অবিলম্বে ফিলিস্তিনের গাজায়, রাফায় গণহত্যা বন্ধ চাই।

বিক্ষোভ সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসিরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ ও বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 
সালাহউদ্দিন আরো বলেন, আওয়ামীলীগ ইসলাম বিদ্বেষী, আলেম বিদ্বেষী ও ইসরাইলপন্থীদের সমর্থক ছিল। বাংলাদেশের পাসপোর্টে ইজরাইল ব্যতীত সকল রাষ্ট্র গমনের যে নির্দেশনা ছিল, সেখান থেকে ইসরাইল নাম প্রত্যাহার করে আওয়ামী লীগ ইসরাইলকেই পরোক্ষ স্বীকৃতি দিয়েছিল।

তিনি বলেন, আমরা পত্রিকা থেকে যে পরিসংখ্যান পেয়েছি তাতে দেখা যাচ্ছে যে, ৫০ থেকে ৬০ হাজারেরও বেশি ফিলিস্তিনবাসী হত্যাযজ্ঞের শিকার হয়েছেন। প্রকৃতপক্ষে এই পরিসংখ্যানের চেয়েও আরো বেশি ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে।

বিএনপি’র নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেন, ফিলিস্তিনের শান্তিকামী মুসলমানরা নিজেদের আবাসভূমি স্থায়ী করার জন্য আন্দোলন করে আসছিলেন। কিন্তু দখলদার ইসরায়েল সন্ত্রাসী হামলার মধ্য দিয়ে পঞ্চাশ হাজারেরও অধিক মানুষ নিহত হয়েছে। যার অর্ধেক নারী ও শিশু। এই রকম ধংসযজ্ঞ চলার পরেও যেসব দেশের রাষ্ট্রপ্রধান প্রতিবাদ জানাননি, তাদেরকে আমরা ধিক্কার জানাই। আজ জাতিসংঘসহ সকল মানবাধিকার সংগঠন নিশ্চুপ। গাজায় সর্বোচ্চ মানবধিকার লঙ্ঘিত হলেও তাদের কোনো প্রতিবাদ নেই। আজ থেকে যেখানে আমরা ইসরায়েলি পণ্য পাব, সেখানেই বয়কট করবো। আজ যদি সারা বিশ্বের মুসলিমরা ঐক্যবদ্ধ হয়, তাহলে তাদের সামনে কেউ দাঁড়াতে পারবে না।

সভাপতির বক্তব্যে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন,   ফিলিস্তিনে চলমান গণহত্যার প্রতিবাদে নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচীর প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সংহতি জানিয়েছে। ইসরায়েলের দখলদার বাহিনী কর্তৃক ৫১ হাজারের অধিক নিরীহ ফিলিস্তিন হত্যা করা হয়েছে। ফিলিস্তিনে যেসব নারী শিশুরা নিহত হয়েছেন, আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করি। ফিলিস্তিনে ধারাবাহিকভাবে যে গণহত্যা চলছে, ছাত্রদল সেটি ঘৃণাভরে প্রত্যাখান করছে। যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বিভিন্ন দেশে যারা রক্তচক্ষুকে উপেক্ষা করে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন, তাদেরকে সাধুবাদ জানাই।

তিনি আরো বলেন, আজকের এই প্রেক্ষাপটে আমাদের এক ও ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। 

এ সময় তিনি ভারতে সদ্য পাশ হওয়া ওয়াকফ বিল ব্যাপারে নিন্দা জানান।