বাসস
  ০৮ এপ্রিল ২০২৫, ১৭:৪৩
আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ১৮:৪২

জয়পুরহাটে বাংলা নববর্ষ উপলক্ষে প্রস্তুতি সভা 

জয়পুরহাটে আজ আসন্ন বাংলা নববর্ষ উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ছবি: বাসস

জয়পুরহাট, ৮ এপ্রিল ২০২৫ (বাসস): জেলায় আজ আসন্ন বাংলা নববর্ষ উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমারের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন জয়পুরহাটের জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী। 

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুস সবুর, অতিরিক্ত জেলা প্রশাসক তৃপ্তি কনা মন্ডল, বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তারা-সহ সাংবাদিক ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। 

সভায় জয়পুরহাটের জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী জানান, সারাদেশের মতো এ জেলায় বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এছাড়া দু’দিন ব্যাপী বৈশাখী মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বৈশাখী উৎসবে কাবাডি, লাঠিখেলা, মোরগ লড়াইসহ বাঙ্গালীর ঐতিহ্যবাহী গরুর গাড়ি, জেলেদের মাছ ধরার সরঞ্জাম প্রভৃতি তুলে ধরা হবে।