শিরোনাম
ঢাকা, ৮ এপ্রিল, ২০২৫ (বাসস) : ফিলিস্তিনের সাধারণ জনগণের উপর ঘৃণ্য হামলা ও গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) বিক্ষোভ মিছিল ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এ জানাজা অনুষ্ঠিত হয়। এ ছাড়া সকালে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে ‘মার্চ ফর গাজা’ নামে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
গায়েবানা জানাজায় অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, এখনো গাজাসহ ফিলিস্তিনের সাধারণ মানুষের উপর ইসরাইলের বর্বর হামলা অব্যাহত রয়েছে। নারী, শিশু, বৃদ্ধ কেউই তাদের হামলা থেকে রেহাই পাচ্ছে না। ইসরাইল ফিলিস্তিনে নির্বিচারে গণহত্যা করছে। আমাদেরকে এই হামলার নিন্দা ও প্রতিবাদ জানানোর সাথে সাথে শোককে শক্তিতে পরিণত করতে হবে। প্রতিবাদকে কর্মসূচিতে পরিণত করতে হবে। সর্বোপরি এই যুদ্ধে জয়ী হতে হবে। স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।
জানাজায় অংশ নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার।
গায়েবানা জানাজায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিএমইউর মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. শামীম আহমেদ, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, প্রক্টর-সহযোগী অধ্যাপক ডা. শেখ ফরহাদ, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দিন, চিফ এস্টেট অফিসার ডা. এহতেশামুল হক তুহিন, অতিরিক্ত রেজিস্ট্রার-১ ডা. মো. দেলোয়ার হোসেন টিটো, অতিরিক্ত পরিচালক (সুপার স্পেশালাইজড হাসপাতাল) ডা. মো. শাহিদুল হাসান, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) নাছির উদ্দিন ভূষ্ঞা , অতিরিক্ত পরিচালক (অডিট) খন্দকার শফিকুল হাসান, এনডিএফ এর বিএমইউ শাখার সভাপতি সহকারী অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান, বিএমইউ’র সহকারী প্রক্টর ডা. মো. শাহরিয়ার শামস লস্কর, উপাচার্যের একান্ত সচিব-১ ডা. মো রুহুল কুদ্দুস বিপ্লবসহ অনেকে।