শিরোনাম
লক্ষ্মীপুর, ৮ এপ্রিল, ২০২৫ (বাসস) : লক্ষ্মীপুরে ছয়টি গুইসাপসহ তিন জনকে আটক করেছে বনবিভাগ। এরপর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে পৌর শহরের জেলা বাস টার্মিনাল এলাকা থেকে গুইসাপগুলোসহ তাদের আটক করা হয়।
বন বিভাগ কর্মকর্তা মিঠুন চন্দ্র দাস জানান, তিনটি বস্তায় করে ৬টি গুইসাপ নিয়ে লক্ষ্মীপুর থেকে খাগড়াছড়ি যাওয়ার উদ্দেশ্যে শান্তি পরিবহনের একটি বাসে ওঠেন তিন জন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ৬টি গুইসাপসহ তিন জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, খাগড়াছড়ির দিঘীনালা উপজেলার নৈয়াপারা এলাকার নিখিল ত্রিপুরা, একই এলাকার অতিন্দ্র ত্রিপুরা ও তিমিট ত্রিপুরা। পরে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. জামশেদ আলম রানা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক তিনজনের প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করেন।
সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. জামশেদ আলম রানা জানান, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী আটক তিনজনকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়। পরে ওই গুইসাপগুলো সদরের হামছাদীর বাসু বাজার এলাকার দিঘীতে অবমুক্ত করা হয়।