শিরোনাম
ঝিনাইদহ, ৯ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলার মহেশপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় মটরসাইকেল আরোহী অপর ৩ জন গুরুতর আহত হয়েছেন।
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের কালীগঞ্জ-জীবননগর সড়কের কৃষ্ণচন্দ্রপুর নামক স্থানে গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কৃষ্ণচন্দ্রপুর গ্রামের মুংলা রায়ের পুত্র বিধান কুমার রায় (১৭) এবং একই গ্রামের বাদল রায়ের পুত্র রাজারাম বাবু। তারা দুজন গতকাল ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মধ্যরাতে সামাউল ইসলাম (১৯) মৃত্যু বরণ করেন। তিনি মহেশপুর উপজেলার আলামপুর গ্রামের হামিদুল ইসলামের পুত্র।
আহতরা হলেন, কৃষ্ণচন্দ্রপুর গ্রামের আলী হোসেনের পুত্র সাজু (২৩), কুলবাগান গ্রামের আনোয়ার মোল্লার পুত্র হোসাইন (১৯) এবং মহেশপুরের আলামপুর গ্রামের আব্দুল আলীমের পুত্র সিয়াম (১৮)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিধান কুমার রায় ও রাজারাম বাবু জীবননগর থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। দুটি মটরসাইকেলে তিনজন করে মোট ছয়জন যাত্রী ছিলেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কৃষ্ণচন্দ্রপুর গ্রামের প্রধান সড়কের ওপর দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় একটি দ্রুতগামী ট্রাক মোটরসাইকেল আরোহীদের চাপা দেয়। এতে একই মোটরসাইকেলের চালকসহ দুই যুবক ঘটনাস্থলেই নিহত হন।
আহত চারজনকে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠান।
কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের উপ সহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা মো. মাসুদ হোসেন জানান, আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক ছিল। পরে মধ্যরাতে একজন মৃত্যুবরণ করেন।
মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দীন মৃধা বলেন, হতাহত যুবকেরা বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। দুর্ঘটনার পরপরই একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দুইজন নিহত ও চার যুবক গুরুতর আহত হন। ঘটনাস্থলে নিহত দুইজনের মরদেহ থানায় রাখা হয়েছে।
মহেশপুরে ফতেপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার রেজাউল ইসলাম মন্টু আজ সকালে বাসসকে জানান, মঙ্গলবার মধ্যরাতে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সামাউল মারা গেছেন। মর্মান্তিক এ দুর্ঘটনায় চিকিৎসাধীন আরও একজনের অবস্থা আশঙ্কাজনক।
ফতেপুর ইউপি চেয়ারম্যান শেখ মো. গোলাম হায়দার বলেন, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এখন পর্যন্ত তিন জন নিহত হয়েছেন। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। দাফন-কাফনের ব্যবস্থা নেয়া হচ্ছে।