বাসস
  ০৯ এপ্রিল ২০২৫, ১৩:৩২
আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ১৪:২২

নাটোরে ১১ কোটি টাকার সম্পদ রক্ষা করেছে ফায়ার সার্ভিস কর্মীরা

নাটোর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ষ্টেশন। ছবি : বাসস

নাটোর, ৯ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলায় গত বছর অভিযান পরিচালনা করে ১১ কোটি টাকার সম্পদ রক্ষা করেছে ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মীরা। এই লক্ষ্যে কর্মরত সাতটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনের কর্মীরা অগ্নিকাণ্ডের ঘটনায় ৪৪৮টি উদ্ধার অভিযান পরিচালনা করে।

নাটোর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ষ্টেশন সূত্রে জানা যায়, ২০২৪ সালে জেলায় ৪৪৮টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসব দুর্ঘটনায় জেলার সাতটি ফায়ার সার্ভিস ষ্টেশন ও সিভিল ডিফেন্স কর্মীরা তাৎক্ষণিক উদ্ধার অভিযান পরিচালনা করেন। এসব অভিযানে অগ্নিকাণ্ডে বিনষ্ট হয় চার কোটি ৪৬ লাখ ৬৮ হাজার টাকার সম্পদ। তবে রক্ষা করা গেছে ১০ কোটি ৯৯ লাখ ৩৫ হাজার টাকার সম্পদ।

একই সময়ে জেলার বিভিন্ন সড়ক ও মহাসড়কে ৩২২টি দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনায় নিহতের সংখ্যা ২৬ জন এবং আহতের সংখ্যা ৩৭৮ জন। তবে উদ্ধার অভিযান পরিচালনা করে এসব দুর্ঘটনা থেকে উদ্ধার করা হয়েছে ৩২২ ব্যক্তিকে।

২০২৪ সালে নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনের এ্যাম্বুলেন্স সার্ভিস জনসাধারণের ৬৩টি ফোনকলে সাড়া দিয়ে ৬০ জন রোগীকে হাসপাতালে পৌঁছে দিয়েছে।

এছাড়া অগ্নিকাণ্ডের প্রতিরোধমূলক কার্যক্রমের অংশ হিসেবে গত বছরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনের কর্মীরা পাঁচটি ফায়ার ডিল, ৪৬টি অগ্নি নিরাপত্তা জরিপ, জনসাধারণের জন্যে পাঁচটি প্রশিক্ষণ ও ৩২টি বিভাগীয় প্রশিক্ষণে অংশগ্রহণ করেছে। ৩৬টি ভবন পরিদর্শন করে অগ্নিকাণ্ডের নিরাপত্তাজনিত পরামর্শ প্রদান করা হয়েছে এবং গণসংযোগ ১৯০টি। এছাড়া চারটি পাবলিক কলে সাড়া প্রদান করে বিপদগ্রস্ত ছয়টি পশু উদ্ধার করা হয়েছে।

গত ৫ এপ্রিল জেলার সদর উপজেলার দীঘাপতিয়ার বটতলা এলাকায় মোটরসাইকেলের সাথে ইজি বাইকের মুখোমুখী সংঘর্ষে আহত মোটরসাইকেল আরোহী শাওন বলেন, পা ভেঙে রাস্তায় পড়ে ছিলাম। এই বিপদে আমাদের তিনজনকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান ফায়ার সার্ভিসের কর্মীরা।  তারা বিপদে প্রকৃত বন্ধু।

গতকাল মঙ্গলবার জেলার লালপুরের রামকৃষ্ণপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে পুড়ে যায় মাসুদ রানার চারটি সেমিপাকা ঘর। দ্রুত ঘটনাস্থলে হাজির হয় ফায়ার সার্ভিস টিমের সদস্যরা। মাসুদ রানা জানান, উদ্ধার অভিযানে রক্ষা পায় বাড়ির আট লাখ টাকার দ্রব্যাদি ও পাশের বাড়িঘর।

নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনের উপ- সহকারী পরিচালক মো. আক্তার হামিদ খান বলেন, জেলার সাতটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনে ১৩২ জন কর্মী নিয়োজিত আছেন। তথ্য জানার সাথে সাথে দুর্ঘটনাস্থলে রওনা হওয়ার জন্যে এই বাহিনীর সদস্যরা সদা প্রস্তুত। তবে সড়কে যানবাহনের আধিক্য ও জট এবং গন্তব্য অপরিচিত হওয়ায় অপ্রত্যাশিতভাবে দুর্ঘনাস্থলে পৌঁছতে কিছু ক্ষেত্রে বিলম্ব হয়। তবে যে কোন দুর্ঘটনায় উদ্ধার অভিযান তাৎক্ষণিকভাবে পরিচালনা করার সক্ষমতা আমাদের আছে।