শিরোনাম
মাগুরা, ৯ এপ্রিল, ২০২৫(বাসস) : জেলার সদর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় শব্দ দূষণ নিয়ন্ত্রণে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
আজ বুধবার দুপুর ১২ টা থেকে ১টা পর্যন্ত এ অভিযানে, মোট ৯টি যানবাহনকে ১১ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাদের থেকে হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ হোসেন জানান, শব্দ দূষণের বিরুদ্ধে সাধারণ জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, হাইড্রোলিক হর্নের ব্যবহার পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। এটি নিয়ন্ত্রণ না করা হলে, জনস্বাস্থ্য ও পরিবেশের ওপর এর নেতিবাচক প্রভাব আরও বৃদ্ধি পাবে।