শিরোনাম
রাঙ্গামাটি, ৯ এপ্রিল, ২০২৫(বাসস) : জেলার মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে শিক্ষা সম্মেলন আয়োজনসহ কতিপয় সৃজনশীল উদ্যোগ বিষয়ে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো হাবীব উল্লাহ।
এ সময় জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক মো: মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সাইদুর জামান,জেলা শিক্ষা অফিসার মৃদুল কান্তি দেসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
সভায় পাহাড়ে শিক্ষার মান উন্নয়নে কাজ করে মানসম্মত শিক্ষার উন্নতিকরণে প্রতিবন্ধকতা গুলো দ্রুত দূর করার আহ্বান জানানো হয়।