বাসস
  ০৯ এপ্রিল ২০২৫, ১৮:২৩

মেহেরপুরে ব্যবসায়ীকে জরিমানা

জেলায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মেহেরপুরে ব্যবসায়ীকে জরিমানা। ছবি : বাসস

মেহেরপুর, ৯ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার দুপুরে মেহেরপুর কোর্ট রোডে এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মামুনুল হাসান।

জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচাল মোঃ মামুনুল হাসান জানান, মেসার্স সাগর স্টোরে অনুমোদনবিহীন আইললি (জুস) বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও ১৫ কার্টন শিশুখাদ্য ধ্বংস করা হয়।

অভিযানে জেলা নিরাপদ খাদ্য অফিসার রিয়াজ মাহমুদ ও জেলা পুলিশের একটি টিম সহযোগিতা করে।