বাসস
  ০৯ এপ্রিল ২০২৫, ১৯:৩৪
আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ১৯:৩৮

কক্সবাজারের চকরিয়ায় নদীতে ডুবে ভাই-বোনের মৃত্যু

কক্সবাজার,৯ এপ্রিল, ২০২৫ (বাসস): জেলার চকরিয়া উপজেলায় মাতামুহুরী নদীতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা মামাতো ভাই-বোন।

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের মাঝেরফাঁড়ি ব্রিজের পাশে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশু হলো কাকারা ইউনিয়নের দক্ষিণ কাকারা গ্রামের রাশেদুল ইসলামের ছেলে মোহাম্মদ মাসঊদ (৫) ও তার ফুপাতো বোন সাবের হোসেনের মেয়ে হুজাইফা জান্নাত (৪)।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাসুদ ও হুজাইফা বাড়ির অদূরে নদীতে জেগে ওঠা চরে খেলছিল। খেলা শেষে নদীতে গোসল করতে নামলে ড্রেজার দিয়ে বালু তোলার গর্তে ডুবে যায়। বেলা সাড়ে ১১টার দিকে নদীতে দুই শিশুর লাশ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে মাসঊদ ও হুজাইফাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, বাড়ির পাশে নদীর চরে খেলা করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করছে।

স্থানীয় বাসিন্দারা জানান, মাতামুহুরী নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে কিছু প্রভাবশালী। শুষ্ক মৌসুমে নদীতে পানি কমে গেছে, ড্রেজার দিয়ে বালু তোলার স্থানে ছোট-বড় গর্ত দেখা যায়। সেখানে গর্তের পানিতে ডুবে মৃত্যুর হার কয়েক বছর ধরে বেড়েছে। আজও বালু তোলার গর্তে ডুবে দুই শিশু মারা গেছে।