শিরোনাম
চুয়াডাঙ্গা, ৯ এপ্রিল ২০২৫ (বাসস): জেলার দামুড়হুদা উপজেলায় আজ ট্রাক্টর চাপায় মাওলানা সামসুল আলম (৬০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ বুধবার দুপুর দেড়টার দিকে দামুড়হুদা উপজেলার মোক্তারপুর গ্রামের রেড-২ ইট ভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাওলানা সামসুল আলম চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার পিরপুরকুল্লার গ্রামের মৃত নিছার উদ্দিন মন্ডলের ছেলে। তিনি কুনিয়াচাঁদপুর মাদ্রাসার সুপার পদে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিজ কর্মস্থল কুনিয়াচাঁদপুর মাদ্রাসা থেকে মোটরসাইকেল যোগে মাওলানা সামসুল আলম বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে তিনি মোক্তারপুর রেড-২ ইট ভাটার কাছে পৌঁছালে পিছন দিক থেকে একটি ট্রাক্টর তার মোটরসাইকেলটিকে ওভারটেক করতে গিয়ে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে ট্রাক্টরের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির ঘটনায় সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত ব্যক্তির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।