শিরোনাম
সিলেট, ৯ এপ্রিল, ২০২৫ (বাসস): সিলেটের জকিগঞ্জে ৩ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আজ বুধবার ভোররাতে জকিগঞ্জ পৌরসভার মাইজকান্দি এলাকা থেকে তাকে মাদকসহ গ্রেফতার করা হয়।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত মো. এনামউদ্দিন (৫৩) জকিগঞ্জের মাইজ কান্দি পূর্ব গ্রামের বাসিন্দা। মাদক বহনের অভিযোগে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আজ বিকেলে এনামউদ্দিনকে আদালতে সোপর্দ করা হয়েছে।