শিরোনাম
রাঙ্গামাটি, ৯ এপ্রিল ২০২৫ (বাসস): জেলার বাঘাইছড়ি উপজেলায় আজ বৈসাবী উৎসব উপলক্ষে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে বস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)।
আজ বুধবার দুপুরে উপজেলার সাজেকে ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর সাথে আয়োজিত এক সংক্ষিপ্ত মতবিনিময় সভা শেষে বস্ত্র বিতরণ করেন বাঘাইহাট ব্যাটালিয়নের (৫৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দিন ফারুকী।
অনুষ্ঠানে ৩৩ জন নারীর মধ্যে উন্নত মানের শাড়ি এবং ২২ জন পুরুষের মধ্যে উন্নত মানের লুঙ্গি বিতরণ করা হয়।
এ সময় সাজেক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নেলশন চাকমা নয়ন, ব্যাটালিয়নের অন্যান্য কর্মকর্তা-সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।