শিরোনাম
ময়মনসিংহ, ৯ এপ্রিল, ২০২৫, (বাসস) : জুলাই, পিলখানা ও শাপলা চত্ত্বরে গণহত্যার বিচার এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ময়মনসিংহে গণসংযোগ ও মিছিল করছে ইনকিলাব মঞ্চ।
আজ বুধবার বিকেলে নগরীর আনন্দ মোহন কলেজের সামনে থেকে গণসংযোগ শুরু হয়।
পরে টাউন হল মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি, সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, ময়মনসিংহ জেলা সংগঠক ফাহিম ফারুকী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার নেতা মেহেদী হাসান তারেকসহ প্রমুখ।
সমাবেশ শেষে নগরীর প্রধান প্রধান সড়কে লিফলেট বিতরণ করে চরপাড়া মোড়ে গিয়ে শেষ হয়।
বক্তারা গণহত্যাকারী আওয়ামী লীগকে অতি দ্রুত নিষিদ্ধের দাবি জানান। কোন অজুহাতে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে দেয়া হবে না বলেও হুশিয়ারি দেন তারা।