বাসস
  ১০ এপ্রিল ২০২৫, ১৪:১৯
আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ১৪:৩৪

দিনাজপুরে  ইটভাটা থেকে  ৪৮ লাখ টাকা জরিমানা আদায়

 ইটভাটা থেকে  ৪৮ লাখ টাকা জরিমান । ছবি : বাসস

দিনাজপুর, ১০ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলা পরিবেশ অধিদপ্তর গত দু'দিনে অভিযান চালিয়ে জেলার ৩টি উপজেলার ইটভাটা থেকে ৪৮ লাখ টাকার জরিমানা আদায় করেছে।

আজ বৃহস্পতিবার  দুপুর সাড়ে ১২টায় জেলা পরিবেশ অধিদপ্তরের জেলার সহকারী পরিচালক মো. মলিন মিয়া এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গত দু'দিনে জেলার সদর, চিরিরবন্দর ও পার্বতীপুর উপজেলায় পরিবেশগত ছাড় পত্রবিহীনভাবে ইট ভাটা পরিচালনা করায় ৮টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর অভিযান পরিচালনা করে।

অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন, নিয়ন্ত্রণ আইন, বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে, অবৈধভাবে ইট পোড়ানোর অভিযোগে ৮টি ইট ভাটার প্রত্যেক মালিক থেকে ৬ লাখ টাকা করে মোট ৪৮ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এছাড়া আরও  দু'টি  ইটভাটার আগুন নিভিয়ে ও কিলিন ভেঙ্গে দিয়ে কার্যক্রম সম্পূর্ণ ভাবে বন্ধ করে দেয়া হয়। আরও দু'টি বন্ধ হয়ে যাওয়া  ইটভাটার বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

অভিযানে ভ্রাম্যমাণ আদালতের দায়িত্ব পালন করেন নির্বাহী  ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল-মামুন। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের জেলার পরিদর্শক প্রভাতি রানী রায়। এ সময় সহকারী পরিচালক মো. মলিন মিয়াসহ সহযোগীতায় ছিল জেলা পুলিশ, সেনাবাহিনী, ফায়ার সার্ভিসের  সদস্যরা।