বাসস
  ১০ এপ্রিল ২০২৫, ১৮:৪১

সাবেক মন্ত্রী কামরুল ইসলামের ১৬টি ব্যাংক হিসাবে অবরুদ্ধ

সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। ফাইল ছবি

ঢাকা, ১০ এপ্রিল, ২০২৫ (বাসস): সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের ১৬টি ব্যাংক হিসাবে অবরুদ্ধের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম তথ্যটি জানিয়েছেন।

আবেদনে বলা হয়েছে, কামরুল ইসলামের স্বার্থ সংশ্লিষ্ট নিম্নবর্ণিত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হিসাবসমূহে বিপুল পরিমাণ অর্থের সন্দেহজনক লেনদেন হয়েছে। তার অস্থাবর সম্পদসমূহ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন মর্মে তদন্তকালে বিশ্বস্তসূত্রে জানা যায়। সুষ্ঠু তদন্তের স্বার্থে তার এসব সম্পদ অবরুদ্ধ করা আবশ্যক।

উল্লেখ,গত ১৮ নভেম্বর রাজধানীর উত্তরাু ১২ নম্বর সেক্টর থেকে কামরুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১১ ফেব্রুয়ারি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে কামরুল ইসলামকে দুর্নীতি দমন কমিশনের  (দুদক) করা এ মামলায় ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছে।