শিরোনাম
পটুয়াখালী, ১০ এপ্রিল, ২০২৫ (বাসস): জেলার কলাপাড়ায় আজ মোটরসাইকেল অটোবাইকের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক আব্দুল কুদ্দুস (৪০) নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে চাপলী বাজার সংলগ্ন তিন মাথা সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। মৃত,কুদ্দুস নয়াকাটা গ্রামের সাহেব আলী হাওলাদারের ছেলে।
জানা গেছে, আব্দুল কুদ্দুস মোটরসাইকেল যোগে গঙ্গামতি থেকে চাপলী বাজারে আসছিলেন। পথিমধ্যে চাপলী বাজার সংলগ্ন তিন মাথা সড়কে আলীপুর থেকে আসা একটি অটোবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় কুদ্দুস গুরুতর আহত হন। তাকে দ্রুত কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। পথিমধ্যে কুদ্দুুুসের মৃত্যু হয়। লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে মহিপুর থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।