বাসস
  ১০ এপ্রিল ২০২৫, ২০:২৯

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সিলেটে লেখকদের র‌্যালি

বৃহস্পতিবার সিলেটে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে লেখকদের র‌্যালি বের হয়। ছবি: বাসস

সিলেট, ১০ এপ্রিল, ২০২৫ (বাসস) : ফিলিস্তিনে গণহত্যা বন্ধ ও স্বাধীন মুক্ত ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবিতে আজ সিলেটে প্রতিবাদ র‌্যালি ও সংহতির কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে।

নগরীর ৯০ বছরের প্রাচীন সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সিলেটের নবীন প্রবীণ লেখকরা অংশ নেন।

হজরত শাহজালালের মাজার গেইটে সাহিত্য সংসদের নিজস্ব ভবনের সামনে প্রতিষ্ঠানের সহ-সভাপতি সাংবাদিক-কলামিস্ট আফতাব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক গল্পকার সেলিম আউয়াল, সহ-সভাপতি রুহুল ফারুক, কোষাধ্যক্ষ জাহেদুর রহমান চৌধুরী, এডিশনাল পিপি আব্দুল মুকিত অপি, অধ্যাপক আবদুল হান্নান ও  সাবেক সেক্রেটারি দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী।

সমাবেশে বক্তারা গণহত্যা বন্ধে বিশ্বের মুসলিম রাষ্ট্রসহ অন্যান্য কল্যাণ রাষ্ট্রের দাবিদারদের ভূমিকায় বিস্ময় প্রকাশ করেন।

তারা ইসরাইলি বর্বরতায় ফিলিস্তিনে নারী-শিশুসহ হাজার হাজার নিরপরাধ বেসামরিক মানুষকে হত্যার বিরুদ্ধে বিশ্ববিবেককে জেগে ওঠার আহ্বান জানিয়ে বলেন, ইসরাইলিদের বর্বরতা মানবজাতির ইতিহাসের কলঙ্কজনক অধ্যায়।

র‌্যালি শেষে সাহিত্য সংসদের নিজস্ব হলে অনুষ্ঠিত সংহতির কবিতা পাঠের আসরে নবীন প্রবীণ কবিরা কবিতা পাঠ করেন।