বাসস
  ১০ এপ্রিল ২০২৫, ২২:৩০

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ঢাকা, ১০ এপ্রিল, ২০২৫ (বাসস): র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২) রাজধানীর শাহআলী থানার মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. সাদ্দাম হোসেন রবিনকে (৩৮) গ্রেফতার করেছে।

র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয় গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২  এর একটি অভিযানিক দল আজ বিকেলে ঢাকার গেন্ডারিয়া থানাধীন ঢালকানগর এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করে।

সাদ্দাম হোসেন ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-১৯(১) এর ১(খ) এর মাদক মামলার আসামি।

মামলার বিচারকার্য শেষে বিজ্ঞ আদালত আসামি মো. সাদ্দাম হোসেনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান পূর্বক গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেন।

আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু হওয়ার পর থেকে গ্রেফতার এড়াতে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করেন তিনি।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।