শিরোনাম
শাবিপ্রবি (সিলেট), ১১ এপ্রিল, ২০২৫ (বাসস) : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমুদ্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে ১৫ ও ১৬ এপ্রিল দুই দিনব্যাপী ‘টেকসই নীল অর্থনীতির অগ্রগতিতে সামুদ্রিক পরিকল্পনা’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আজ আয়োজক কমিটি সদস্য অধ্যাপক ড. সুব্রত সরকার গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, বাংলাদেশের সুন্দরবন ম্যানগ্রোভ এবং সোয়াচ অব নো গ্রাউন্ড সামুদ্রিক সংরক্ষিত এলাকার সমন্বিত ব্যবস্থাপনা’ প্রকল্পের আওতায় এ সম্মেলনটি আয়োজিত হবে। সম্মেলনে সার্বিক সহায়তায় রয়েছে ‘অর্থনৈতিক সহযোগিতা এবং উন্নয়ন সম্পর্কিত জার্মান ফেডারেল মন্ত্রণালয়’। আর প্রকল্পটি বাস্তবায়ন করছে জার্মান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জিআইজেড) বাংলাদেশ।
এই সম্মেলনে আটটি দেশের দুই শতাধিক অংশগ্রহণকারী উপস্থিত থাকবেন, এদের মধ্যে রয়েছেন নীতিনির্ধারক, গবেষক, শিক্ষাবিদ, শিল্প প্রতিনিধি, সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের প্রতিনিধি, উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং উপকূলীয় জেলে সম্প্রদায়ের প্রতিনিধিবৃন্দ।
সম্মেলনে মোট ১২৩টি গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হবে, যা সামুদ্রিক পরিকল্পনা ও টেকসই নীল অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।