শিরোনাম
ঢাকা, ১১ এপ্রিল, ২০২৫ (বাসস) : বাংলাদেশ ক্যাথোলিক শিক্ষা বোর্ডের পক্ষ থেকে শিক্ষা উপদেষ্টা সি.আর. আবরারকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানানো হয়েছে।
গত ২৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে সিনিয়র সচিব বরাবর প্রেরিত চিঠির পরিপ্রেক্ষিতে, ২০ এপ্রিল ২০২৫ তারিখে খ্রিস্টান সম্প্রদায়ের যিশু খ্রিষ্টের পুনরুত্থান পর্বের দিন (ইস্টার সানডে) নির্ধারিত এসএসসি গণিত পরীক্ষার রুটিন পুনর্নির্ধারণ করে ২১ এপ্রিল ২০২৫ তারিখ পরিবর্তন করায় আজ এক চিঠিতে কৃতজ্ঞতা জানানো হয়।
এতে বলা হয় এ সিদ্ধান্ত খ্রিস্টান সম্প্রদায়ের কর্তৃপক্ষ, শিক্ষক, শিক্ষার্থী, পিতামাতা-অভিভাবকবৃন্দের জন্য অত্যন্ত আনন্দ ও স্বস্তিদায়ক হয়েছে। সবাই নির্বিঘ্নে ধর্মীয় উপাসনায় অংশগ্রহণ ও উৎসবের আনন্দ উপভোগ করতে পারবে। শিক্ষার্থীরা যথাযথ প্রস্তুতি নিয়ে এ পরীক্ষায় অবতীর্ণ হয়ে ভালো ফলাফল করবে ও দেশের যোগ্য নাগরিক হবে।
এতে শিক্ষার মাধ্যমে জাতি গঠনের অর্পিত গুরু দায়িত্ব দক্ষতার সঙ্গে ও সুচারুভাবে অব্যাহত রাখা ও যোগ্য নেতৃত্বে জাতির অগ্রগতি সাধনে সুদৃষ্টি ও সহৃদয় অনুধাবন ও কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের উপদেষ্টাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।