শিরোনাম
বগুড়া, ১১ এপ্রিল, ২০২৫ (বাসস) : বগুড়ায় অভিনব কায়দায় পেটের ভিতরে ইয়াবা বহন করার সময় এক মাদক কারবারিসহ ৩ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
এসময় স্বীকারোক্তি অনুযায়ী মূল আসামির পেট থেকে এখন পর্যন্ত ১৩টি প্যাকেট ইয়াবা উদ্ধার করা হয়েছে। বাকি ২১টি প্যাকেট বের করার জন্য মেডিসিন থেরাপি প্রক্রিয়া চলছে।
শুক্রবার সকালে বগুড়ার চারমাথা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে ডিবি পুলিশ।
গ্রেফতার হওয়া মূল আসামির নাম মো. আলম (৪০)। তিনি জয়পুরহাট জেলার কালাই থানার জামুড়া গ্রামের মো. সামাদের ছেলে। তার পেটের ভেতরে ৩৪টি প্যাকেট মোট ১ হাজার ৭০০ পিস ইয়াবা ঢুকিয়ে টেকনাফ থেকে বাসে করে বগুড়ায় নিয়ে আসছিলেন।
আটককৃত অপর দুইজন সহযোগী হলেন মো. আপেল (৩৫) ও তার স্ত্রী মোছা. স্মৃতি বেগম (৩০)। তারা দু’জনেই বগুড়া শহরের চকসূত্রাপুর চামড়া গুদাম এলাকায় জনৈক পারভীনের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। আপেলের পিতার নাম মৃত তৈমুর এবং স্মৃতির পিতার নাম মো. জাহাঙ্গীর আলম। তাদের স্থায়ী ঠিকানা শহরের আটাপাড়া এলাকায়।
জেলা ডিবি পুলিশের সাব-ইন্সপেক্টর আবু জাফর বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আলমের পেট থেকে এখন পর্যন্ত ১৩টি ইয়াবার প্যাকেট উদ্ধার করা হয়েছে। বিশেষ চিকিৎসকের সহায়তায় অবশিষ্ট প্যাকেটগুলো উদ্ধারে প্রক্রিয়া চলছে। পাশাপাশি আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।