শিরোনাম
ভোলা, ১২ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলায় সড়ক দুর্ঘটনায় মো. মোস্তফা (৬২) নামের এক ব্যক্তি নিহত হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ৬ টায় জেলা সদরের ইলিশা বাঘার হাওলা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে আঞ্চলিক মহা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ইলিশা ফেরীঘাটগামী একটি সিএনজি চালিত অটোরিকশা মোস্তফা কে পিছন থেকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পথচারীরা তাকে ভোলা
সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মো. মোস্তফা ওই এলাকার ৬নং বাঘার হাওলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। তিনি জেলা সদরের পূর্ব ইলিশা মৌলভীরহাটের মরহুম মাওলানা আনোয়ার উল্লাহ্ হুজুরের ছেলে।
ভোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসনাইন আহমেদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাসস'কে জানান, অটোরিকশা চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।