শিরোনাম
সিলেট, ১২ এপ্রিল, ২০২৫ (বাসস) : সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, দেশ জুড়ে উৎসবের আবহে কেউ বাধা দিতে পারবে না। আমরা যে ঐক্যের, সম্প্রীতির বাংলাদেশ তৈরি করতে চাচ্ছি ষড়যন্ত্রকারীরা এটা চায় না, এটাতে তারা এক ধরনের বাধা সৃষ্টি করতে চায়। কিন্তু দেশের মানুষের সম্মিলিত শক্তির সামনে ষড়যন্ত্রকারীরা দাঁড়াতে পারবে না।
আজ শনিবার দুপুরে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন উপদেষ্টা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গণে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার জন্য প্রস্তুতকৃত ফ্যাসিবাদের মুখাবয়ব পুড়িয়ে ফেলার ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি সিলেট সফর সংক্ষিপ্ত করে ঢাকা ফিরেন।
সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা এ ঘটনাকে জুলাই পরবর্তী সময়ে জুলাইকে চ্যালেঞ্জ করে ফ্যাসিবাদের দোসরদের কাজ উল্লেখ করে বলেন, যারা চায় না এই ফ্যাসিবাদের মুখাবয়ব র্যালিতে থাকুক এবং যখন এটা পুড়িয়ে দিতে চায়-বুঝতে হবে এটার পেছনে একটি সংঘবদ্ধ শক্তি কাজ করছে। সেই শক্তিটার ব্যাপারে সরকার স্পষ্ট অবস্থান নিয়েছে। ইতোমধ্যে পুলিশ কাজ শুরু করেছে এবং দ্রুত অপরাধীদেরকে গ্রেফতার করা হবে।
তিনি বলেন, চারুকলার ঘটনায় হয়ত একজন বা দুজন আগুন দিয়েছে, কিন্তু এর পেছনে অনেক মানুষ আছে ,পরিকল্পনা হয়েছে, তারা প্রত্যেকে আইনের আওতায় আসবে এবং তাদের প্রত্যেককে এর জন্য বিচারের সম্মুখীন হতে হবে।
সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা আরও বলেন, আমরা বাঙালিসহ অন্যান্য জাতিগোষ্ঠী সবাই এক হয়ে উৎসব করতে চেয়েছি ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে। আমরা বুঝতে পারছি এটা হয়ত অনেকের ভালো লাগবে না বা লাগছে না। এ জন্য বেশি করে বর্ষবরণ শোভাযাত্রায় এবং চৈত্র সংক্রান্তি উৎসবগুলোতে যোগ দিয়ে আমাদের ঐক্য দিয়েই আমরা তাদেরকে পরাজিত করব।
তিনি আরো বলেন, আমাদের সরকারের ঘোষণাই হচ্ছে ব্যাপক অন্তর্ভুক্তিমুলকভাবে চৈত্র সংক্রান্তি ও বর্ষবরণ উৎসব পালন। জাতীয়ভাবে এবং সকল জাতিগোষ্ঠীকে নিয়ে উৎসব করা হচ্ছে।
মতবিনিময়কালে সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী ও সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বক্তব্য রাখেন।