শিরোনাম
লক্ষ্মীপুর, ১৩ এপ্রিল, ২০২৫(বাসস): লক্ষ্মীপুর-মজুচৌধুরীরহাট সড়কের হাজিরহাট এলাকায় আজ বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কাউছার আহমেদ(৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত কাউছার আহমেদ সদর উপজেলার কাদিরার গোঁজা এলাকার ছেলে। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে এঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার সকাল সাড়ে ১০টার দিকে হাজিরহাট এলাকায় একটি স“মিলে মেশিন চালু করতে যান কাউছার আহমেদ। এসময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি । পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পথে মারা যায় কাউছার আহমেদ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
পরিবার এবং অন্য কারও কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করতে কোন অসুবিধা নেই বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ। তিনি বলেন, যেহেতু এটি একটি দুূর্ঘটনা। এ কারণে লাশ ময়নাতদন্ত ছাড়া পরিবোরের কাছে হস্তান্তর করা হয়।