শিরোনাম
নারায়ণগঞ্জ, ১৩ এপ্রিল, ২০২৫ (বাসস): দরজায় কড়া নাড়ছে পহেলা বৈশাখ। পুরনোকে বিদায় জানিয়ে আসছে বাংলা নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দ। নানান আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করবেন বাঙালি। বৈশাখকে বরণ করতে নারায়ণগঞ্জ চারুকলা ইন্সটিটিউটে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
আজ সকালে নারায়ণগঞ্জ চারুকলা বিভাগে গিয়ে দেখা যায়, নতুন বছরের আগমন উপলক্ষে বর্ষবরণের প্রস্তুতির শেষ সময়ে ব্যস্ত সময় পার করছেন কারুশিল্পীরা। আগামীকাল নববর্ষকে বরণ করে নেয়ার পালা শুধু এখন। বর্ষবরণে চারুকলা ইনিস্টিউটের দেয়ালে ইতোমধ্যে বিভিন্ন চিত্র অঙ্কন করা হয়েছে। দেয়ালে দেয়ালে ফুটে উঠেছে লোক সংস্কৃতি ও প্রকৃতির বিভিন্ন চিত্র। প্রতিবারে মত এবারো আবহমান বাংলার ঐতিহ্যের নানা অনুষঙ্গের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলার কাজ করছে সবাই। লোকজ সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে টেপা পুতুল, লক্ষী সরা, বাগ পেঁচা মুখোশ, ঘোড়া, পটারি ও আমন্ত্রণ পত্র বানাচ্ছে তারা।
চারুকলা ইনিস্টিউটের শিক্ষার্থী মিম বলেন, আনন্দ শোভাযাত্রার জন্য আমাদের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। প্রতিবছরের মত এবারও পহেলা বৈশাখে নারায়ণগঞ্জ চারুকলা ইনিস্টিউট থেকে শোভাযাত্রা বের হবে। শোভাযাত্রার জন্য আমরা নানা রকমের মুখোশ তৈরি করেছি ও ছবি এঁকেছি। এর মাধ্যমে বাংলার সংস্কৃতির নানান অনুষঙ্গ ফুটিয়ে তুলতে চেষ্টা করছি।
নারায়ণগঞ্জ চারুকলা ইনিস্টিউট থেকে সকাল সাড়ে ৮টায় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শুরু হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের অধ্যক্ষ শিল্পী সামসুল আলম আজাদ।
তিনি বলেন, বিগত বছর স্বল্প পরিসরে বাংলা বর্ষবরণের আয়োজন হয়েছিল। তবে এবার কিছুটা জমকালো আয়োজনের মাধ্যমেই শোভাযাত্রা করে বষবরণ উৎসব পালন করা হবে। আমরা চারুকলা ইন্সটিটিউট থেকে সকাল সাড়ে ৮ টায় বষবরণ আনন্দ শোভাযাত্রা শুরু করব।
এদিকে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট বর্ষবরণ উপলক্ষে বিশেষ প্রস্তুতি নিয়েছে। এবার তারা জেলায় পহেলা বৈশাখের সর্ববৃহৎ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল বলেন, বৈশাখ উদযাপনকে রঙিন করতে আমাদের প্রস্তুতি প্রায় শেষ। আমরা সকালে প্রভাতি অনুষ্ঠান দিয়ে বর্ষবরণের অনুষ্ঠান শুরু করব, এরপর শোভাযাত্রা শুরু হবে। বিকেলে নারায়ণগঞ্জ শহীদ মিনারে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গণে বর্ষবরণ উপলক্ষে বিশেষ এক মেলার আয়োজন করা হয়েছে। এছাড়াও চলছে বর্ষবরণ উপলক্ষে জেলা প্রশাসন কার্যালয়ে সাজসজ্জা। নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হুসাইন এ বিষয়ে বলেন, আমাদের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দিনব্যাপী বিশেষ লোক মেলার আয়োজন করা হয়েছে। এছাড়াও আগামীকাল সকালে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
নববর্ষ আয়োজনের নিরাপত্তা সম্পর্কে নারায়ণগঞ্জ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার জানান, পহেলা বৈশাখ বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখের সব আয়োজনের নিরাপত্তা নিশ্চিত করা হবে। জেলায় আয়োজিত সব গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হবে।