বাসস
  ১৩ এপ্রিল ২০২৫, ২১:৩৬

কুয়ালালামপুরের বাইরে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিস খোলার প্রক্রিয়া চলছে 

পররাষ্ট্র সচিব মো: জসিম উদ্দিন। ফাইল ছবি

ঢাকা, ১৩ এপ্রিল, ২০২৫ (বাসস): পররাষ্ট্র সচিব মো: জসিম উদ্দিন বলেছেন, কুয়ালালামপুরের বাইরে উল্লেখযোগ্য প্রবাসী বাংলাদেশিদের পরিষেবা প্রদান জোরদার করতে মালয়েশিয়ার বেশ কয়েকটি নগরীতে কনস্যুলেট জেনারেল অফিস স্থাপনের উদ্যোগ নেয়া হচ্ছে।

আজ এখানে প্রাপ্ত এক বার্তা অনুসারে, সরকারি সফরে সিঙ্গাপুর যাওয়ার পথে শনিবার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।

মিশনের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময়কালে, পররাষ্ট্র সচিব তাদের মালয়েশিয়ার সরকার ও অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখার নির্দেশ দেন, যাতে বৈধ ভিসা থাকা সত্ত্বেও এখনও মালয়েশিয়া যেতে পারছেন না এমন প্রায় ১৮ হাজার বাংলাদেশি কর্মীর সমস্যা সমাধান করা যায়।

মিশনের কাজে সন্তোষ প্রকাশ করে তিনি কর্মকর্তাদের দ্বিপাক্ষিক কূটনীতির ওপরই মনোযোগ দেয়ার পাশাপাশি জনগণের সাথে জনগণের সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, প্রবাসীদের কল্যাণকে অগ্রাধিকার দেয়া এবং মালয়েশিয়ায় জনসাধারণের সঙ্গে কূটনীতি জোরদার করার আহ্বান জানান।

ঢাকায় সম্প্রতি অনুষ্ঠিত বিনিয়োগ শীর্ষ সম্মেলনের কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে এখন বিদেশী বিনিয়োগের পথ আরও প্রশস্থ হয়েছে। 

তিনি মিশনকে মালয়েশিয়ার বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ করতে উৎসাহিত করার জন্য সক্রিয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে শক্তিশালী রাজনৈতিক সম্পর্কের কথা উল্লেখ করে পররাষ্ট্র সচিব আসিয়ানের একটি সেক্টরাল সংলাপ অংশীদার হওয়ার জন্য বাংলাদেশের চলমান প্রচেষ্টার কথা উল্লেখ করেন।

মালয়েশিয়া চলতি বছর আসিয়ানের সভাপতিত্ব করার বিষয়টি উল্লেখ করে তিনি এই বিষয়ে কূটনৈতিক সম্পৃক্ততা জোরদার করার প্রয়োজনীয়তার উপর জোর দেন।

তিনি প্রবাসীদের জন্য সংবেদনশীল ও সাড়াদানমূলক পরিষেবা প্রদানের ওপর গুরুত্ব দেন, বিশেষ করে পাসপোর্ট বিতরণে এবং পরিষেবার মান বৃদ্ধির জন্য প্রযুক্তি ব্যবহারের উপর জোর দেন।

মালয়েশিয়ায় বাংলাদেশি অভিবাসী কর্মীদের কল্যাণ নিশ্চিত করা এবং তাদের জন্য উন্নত কর্মসংস্থানের সুযোগ তৈরিতে মিশনের মূল দায়িত্ব তুলে ধরেন।

তিনি আরও উল্লেখ করেন, কুয়ালালামপুরে অবস্থিত হাই কমিশনে জনবল বৃদ্ধির জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে।

মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান অনুষ্ঠানে বক্তব্য রাখেন।