শিরোনাম
ঢাকা, ১৬ এপ্রিল, ২০২৫ (বাসস) : বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে বিএনপির একটি প্রতিনিধি দল।
আজ বুধবার বিকেল ৪টা ৩০ মিনিটে গুলশান-২-এর ৫৫ নম্বর রোডে মার্কিন ডেপুটি হেড অব মিশন-এর বাসভবনে দ্বিপাক্ষিক এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকের বিষয়টি বার্তা সংস্থা বাসস’কে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবীর খান।
শায়রুল জানান, বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটি ও দলটির চেয়ারপার্সনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপার্সনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ এ বৈঠকে উপস্থিত থাকবেন।