শিরোনাম
মনসুর আহম্মেদ
রাঙ্গামাটি, ১৬ এপ্রিল, ২০২৫ (বাসস) : পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ উপলক্ষে রাঙ্গামাটির রাজস্থলীতে আজ মারমা সম্প্রদায়ের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাই রিলং পোয়ে বা জলকেলি উৎসবের উদ্বোধন করা হয়েছে।
রাঙ্গামাটি মারমা সাংস্কৃতিক সংস্থা- মাসসের উদ্যোগে বুধবার বেলা ১২ টায় উপজেলার বাঙ্গারহালিয়া স্কুল মাঠে অনুষ্ঠিত জলকেলি উৎসব উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা জোন কমান্ডার লেঃ কর্ণেল এসএম মাহমুদুল হাসান সোহাগ ।
সাংগ্রাই রিলং পোয়ে উদযাপন কমিটির সভাপতি মং সুই প্রু মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে কাপ্তাই জোনের উপ অধিনায়ক মেজর ফয়েজ আহমেদ, রাজস্থলী সাব জোন কমান্ডার মেজর হাসিব ইমাম, ক্যাপ্টেন আহসানুল হক কবির, সাংগ্রাই উদযাপন কমিটির আহবায়ক আদুমং মারমাসহ আমন্ত্রিত অতিথিরা বক্তব্য রাখেন।
শুরুতে সংক্ষিপ্ত আলোচনার পর প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা া পানি ছিটিয়ে দিয়ে জলকেলি উৎসবের উদ্বোধন করেন।
এর পর ছোট ছোট ডিঙ্গি নৌকায় রাখা পানি দিয়ে কয়েকটি দলে ভাগ হয়ে তরুণ-তরুণীরা একে অপরকে পানি ছিটিয়ে জলকেলি উৎসবে মেতে ওঠেন। জলকেলির পাশাপাশি চলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করেন।
এছাড়া জলকেলি উপলক্ষে স্কুল মাঠে বিভিন্ন লোকজ সংস্কৃতি আয়োজন করা হয় গ্রামীণ মেলা। এতে খাবার, কাপড়-চোপড় ও গৃহস্থালি সামগ্রীর পসরা বসে। দিনব্যাপী চলবে মারমাদের বিভিন্ন আয়োজন।
সাংগ্রাই গানের সুরে সুরে মারমা তরুণ-তরুণীরা একে অপরকে জল ছিটিয়ে দেন। দিনব্যাপী উৎসব পাহাড়ি-বাঙালির মিলন মেলায় পরিণত হয়।
মারমাদের জলকেলি উৎসব উপলক্ষে রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া স্কুল মাঠে হাজারো নারী-পুরুষ, শিশু-কিশোর অংশ নেন।
মারমা সাংস্কৃতিক সংস্থা মাসসের সভাপতি মং সে প্রু বাসসকে জানান, পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত আমরা মারমা সম্প্রদায়ের পক্ষ থেকে জলকেলিসহ দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছি। ‘প্রতি বছর মারমা সম্প্রদায় এ উৎসবটির জন্য অপেক্ষা করে থাকে।
পুরাতন বছরের সমস্ত গ্লানি, দুঃখ, অপশক্তি দূর করে ধুয়ে মুছে দিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে বুধবার জলকেলি উৎসবে মেতে উঠেন মারমা সম্প্রদায়ের লোকজন। সাংগ্রাই গানের সুরে সুরে মারমা তরুণ-তরুণীরা একে অপরকে জল ছিটিয়ে দেন। দিন ব্যাপী উৎসব পাহাড়ি-বাঙ্গালীর মিলন মেলায় পরিণত হয়।
আগামাী ১৯ এপ্রিল রাঙ্গামাটি চিং হ্লা মং মারী স্টেডিয়ামে মারমা সম্প্রদায়ের জলকেলি ছাড়াও রাঙ্গামাটির জেলা উপজেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকায় মারমা সম্প্রদায় মেতে থাকবে জলকেলি বা জলোৎসবে।