শিরোনাম
ঢাকা, ১৬ এপ্রিল, ২০২৫ (বাসস): ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ইউরোপীয় দেশগুলোর কূটনীতিকদের সাথে বৈঠক করেছেন।
ইইউর ফেসবুক পোস্টে বলা হয়েছে, মঙ্গলবারের বৈঠকে উভয় পক্ষই বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য ইউরোপীয় ইউনিয়নের সমর্থন নিয়েও আলোচনা করেছেন।
নাহিদ ইসলামের সাথে ছিলেন দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব ড. তাসনিম জারা।
বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত এবং প্রতিনিধিদলের প্রধান মাইকেল মিলারসহ অন্যান্যরা বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকের পর ঢাকায় ইইউ দূতাবাসের ফেসবুক পোস্টে বলা হয়েছে, ‘নবগঠিত ন্যাশনাল সিটিজেন পার্টির সাথে আজ মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।’