বাসস
  ১৭ এপ্রিল ২০২৫, ১৩:৩২

আশুলিয়ায় লেগুনা খাদে পড়ে নিহত ২, আহত ৫

আশুলিয়া থানা, ঢাকা জেলা। ছবি : সংগৃহীত

সাভার, ১৭ এপ্রিল, ২০২৫ (বাসস) : সাভারের আশুলিয়ার জামগড়া সড়কে  যাত্রীবাহী একটি লেগুনা পানি ভর্তি খাদে পড়ে দুইজন নিহত  হয়েছে। এ ঘটনায় আরও পাঁচজন আহত হন।

বুধবার রাত ৯ টার দিকে জামগড়ার ফ্যান্টাসি কিংডমের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বদরুল আলম গাজী (৬০) ও  হৃদয় (২৬)। প্রাথমিকভাবে নিহতদের সম্পর্কে আর কিছু জানা যায়নি।
আহতরা হলেন—বিলকিস, সুব্রত পাল ও অজ্ঞাতনামা আরো তিনজন।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন জানান, যাত্রীবাহী একটি লেগুনা আশুলিয়ার নরসিংহপুর থেকে যাত্রী নিয়ে বাইপাইলের উদ্দেশে রওনা হলে জামগড়ার ফ্যান্টাসি কিংডমের সামনে পৌঁছালে সড়কের পাশের একটি পানিভর্তি গভীর খাদে পড়ে যায়। এ সময় ৭ যাত্রী চাপা পড়ে। স্থানীয়রা তাদের উদ্ধার করে কাছের নারী ও শিশু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।