শিরোনাম
চট্টগ্রাম (উত্তর), ১৭ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলার ফটিকছড়িতে বাঁশের সাকো দিয়ে নদী পার হওয়ার সময় মোটরসাইকেলসহ নদীতে পড়ে নুর উদ্দিন মঞ্জু (৩০) নামের এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পৌরসভা ও সুয়াবিলের মাঝামাঝি সীদ্ধাশ্রম ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত মঞ্জু উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পাঁচ পুকুরিয়া চাঁদের ঘোনা গ্রামের আব্দুল মাজিদ টেন্ডল বাড়ীর নুরুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় মঞ্জু এবং তার বন্ধু তাজ উদ্দীন সুয়াবিল এলাকায় ক্রিকেট খেলা দেখে মোটরসাইকেল যোগে বাড়িতে ফিরছিলেন। সিদ্ধাশ্রম ঘাটে বাশেঁর সাকো পার হতে গিয়ে সাকো ভেঙ্গে মোটরসাইকেল সহ দুজনই হালদা নদীতে পড়ে যান। এসময় তাজ উদ্দীন পানি থেকে উঠতে পারলেও মঞ্জু নিখোঁজ হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল হক বাসস’কে জানান, প্রবাসী নুর উদ্দিন মঞ্জু গতকাল সন্ধ্যায় মোটরসাইকেল সহ নদীতে পড়ে যান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে। অনেক খোাঁজাখুঁজির পর ফায়ার সার্ভিস এবং এলাকাবাসীর সহযোগীতায় গতকাল রাত ২টার তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।