শিরোনাম
নাটোর, ১৭ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলায় খাদ্যে নিষিদ্ধ রাসায়নিক হাইড্রোজর দিয়ে জিলাপী তৈরি এবং মজুদ করায় দুই প্রতিষ্টানে অভিযান চলিয়ে দুই মালিককে ২২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ বৃহস্পতিবার দুপুরে শহরের নীচাবাজার এলাকায় পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান।
সহকারী পরিচালক জানান, খাদ্য দ্রব্যে ব্যবহার নিষিদ্ধ রাসায়নিক হাইড্রোজ ব্যবহার করে জিলাপী তৈরি করার অপরাধে বীরেশ্বরাই রেষ্টুরেন্টের মালিক প্রবেশ কুমারকে দুই হাজার টাকা এবং হাইড্রোজ মজুদ ও বিক্রয় করার অপরাধে রাকিব ষ্টোরের মালিক আব্দুস সাত্তারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ প্রদান করে অভিযুক্ত ব্যবসায়ীরা দায় থেকে অব্যাহতি লাভ করেন।
আইনশৃংখলা বাহিনীর সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।