বাসস
  ১৮ এপ্রিল ২০২৫, ১৫:৪৭

রাঙ্গামাটিতে ডিপ্লোমা কৃষিবিদদের ওরিয়েন্টেশন কর্মসূচি

ছবি : বাসস

রাঙ্গামাটি, ১৮ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলায়  ডিপ্লোমা কৃষিবিদদের অঞ্চল পর্যায়ে সাংগঠনিক ওরিয়েন্টেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

‘যারা জোগায় ক্ষুদায় অন্ন, আমরা আছি তাদের জন্য’ এই প্রতিপাদ্যে আজ শুক্রবার বেলা ১১টায় ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন পার্বত্য অঞ্চলের আয়োজনে জেলা শহরের চট্টগ্রাম উন্নয়ন বোর্ড মাইনী মিলনায়তনে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন কর্মসূচিতে  অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মো. জিয়াউল হায়দার হাসেমী পলাশ।

ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন পার্বত্য অঞ্চলের সভাপতি মো. আব্দুর রহিম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়  উপস্থিত ছিলেন ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির মহাসচিব সৈয়দ জাহিদ হোসেন, যুগ্ন মহাসচিব এইচ এম আমজাদ হোসেন, অর্থ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, দপ্তর সম্পাদক মো. সেলিম আলাউদ্দিন, রাজশাহী বিভাগের সহ সভাপতি মো. জসিম উদ্দিন প্রমুখ।

সভা শেষে অনুষ্ঠানে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের প্রাক্তন নেতৃবৃন্দের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।