বাসস
  ১৮ এপ্রিল ২০২৫, ১৫:৫০

নোয়াখালীতে  বিএনসিসি সদস্যদের ট্রাফিক প্রশিক্ষণ প্রদান

ছবি : বাসস

নোয়াখালী, ১৮ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলা পুলিশের পক্ষ থেকে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর সদস্যদের জন্য একটি বিশেষ ট্রাফিক প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়েছে।

আজ শুক্রবার বেলা ১১টায় জেলা শহর মাইজদীতে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলার টি আই (এডমিন) পুলক চাকমার নেতৃত্বে প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালিত হয়।

প্রশিক্ষণ কর্মশালায় জেলা ট্রাফিক বিভাগের অভিজ্ঞ অফিসাররা হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন, যার মাধ্যমে অংশগ্রহণকারীরা ট্রাফিক পরিচালনা, সংকেত ব্যবস্থাপনা ও সড়ক নিরাপত্তা বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন।

এ সময় টি আই (এডমিন) বলেন, বিভিন্ন সময়ে সড়কে ট্রাফিক বিভাগের পাশাপাশি বিএনসিসির সদস্যরাও ট্রাফিক কার্যক্রমে সহযোগিতা করেন। এই কাজে তাদের অভিজ্ঞ করার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে এই প্রশিক্ষনের আয়োজন করা হয়েছে।