শিরোনাম
চট্টগ্রাম (দক্ষিণ), ১৮ এপ্রিল, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের কর্ণফুলীতে অগ্নিকাণ্ডে ছয়টি আধাপাকা বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় নারীসহ তিনজন দগ্ধ হয়েছেন।
আগুনে দগ্ধ মো. ইব্রাহিম (৫০) ও মো. শফিক (৪৭) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের মা লায়লা বেগম (৭০) প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
গতরাত ৩ টার দিকে উপজেলার শিকলবাহা (৪ নম্বর ওয়ার্ড) শাহ অহিদিয়া পাড়ার মৌলানা হাসেমের বাড়িতে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে যাদের ঘর পুড়ে গেছে তারা হলেন; মো. ইব্রাহিম (৫০), মো. শফিক (৪৭), মো. ইসহাক (৪০), মো. শুক্কুর (৫০), মনা মিয়া (৪৮) এবং কালাম (৫০)। তারা সবাই একই পরিবারের সদস্য।
অগ্নিদগ্ধ মো. শফিক বাসসকে বলেন, রাতে পরিবারে সবাই ঘুমিয়ে ছিলাম। আগুনের তাপে হঠাৎ ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠেই দেখি ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে।
আমরা চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তখন পাশের গোয়াল ঘর থেকে গরু বের করতে গিয়ে আমি ও আমার ভাই ইব্রাহিমের শরীরের কয়েকটি স্থান পুড়ে যায়।
কর্ণফুলী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. সাইদুজ্জামান বলেন, খবর পেয়েই সাথে সাথে আমরা ঘটনাস্থলে যাই। প্রায় পৌনে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ঘটনাস্থলের রাস্তাগুলো ছোট হওয়ায় গাড়ি নিয়ে যেতে একটু বেশি সময় লেগেছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এ ঘটনায় তিনজন আহত হয়। এতে প্রায় ৩৬ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। তবে অনেকগুলো নগদ টাকা পুড়ে গেছে।