বাসস
  ১৯ এপ্রিল ২০২৫, ১২:৫৩
আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, ১৬:৩৫

সুনামগঞ্জ সীমান্তে ২ হাজার ২২০ কেজি ভারতীয় ফুসকা জব্দ

শুক্রবার রাত সাড়ে ১২ টায় জেলার তাহিরপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২হাজার ২২০ কেজি ভারতীয় ফুসকা জব্দ করেছে বিজিবি। ছবি : বাসস

সুনামগঞ্জ, ১৯ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলার তাহিরপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২হাজার ২২০ কেজি ভারতীয় ফুসকা জব্দ করেছে বিজিবি। 

গতকাল শুক্রবার রাত সাড়ে ১২ টা থেকে আজ শনিবার ভোর ৪ টা পর্যন্ত অভিযান চালিয়ে ২৮ বিজিবির লাইড়েরগড় বিওপির জোয়ানরা জেলার তাহিরপুর উপজেলার দশঘর এলাকা থেকে  এই ভারতীয় ফুসকা জব্দ করে।

২৮ বিজিবি সূত্রে জানাজায়, বিজিবির আওতাধীন লাউড়েরগড় বিওপির জোয়ানরা সীমান্ত পিলার ১২০৪/এমপি হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে জেলার তাহিরপুর উপজেলা ৫নং বাদাঘাট  ইউনিয়নের দশঘর এলাকা থেকে  মালিকবিহীন অবস্থায়  এই ফুসকা জব্দ করে। 

সুনামগঞ্জ-২৮ বিজিবির  অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির বিষয়টি নিশ্চিত করে বাসস’কে জানান, জব্দকৃত ফুসকা জেলার কাস্টমস কার্যালয়ে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।