বাসস
  ১৯ এপ্রিল ২০২৫, ১৫:৪২

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শনিবার থেকে শুরু হয়েছে

কুমিল্লা, ১৯ এপ্রিল, ২০২৫ (বাসস) : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আজ শনিবার শুরু হয়েছে ।

সকাল ১০টায় ‘সি’ ইউনিট (ব্যবসা শিক্ষা অনুষদ) এর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে ‘এ’ ইউনিটের (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ) পরীক্ষা।

এই বিষয়ে কুবি’র রেজিস্ট্রার দপ্তর সূত্র জানায়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ কুমিল্লা শহরের ৩০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। চার বছর পর আবারো নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা নিচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। যা শিক্ষার্থীদের মাঝে নতুন প্রত্যাশা ও আগ্রহ তৈরি করেছে।

চলতি বছর ‘এ’ ইউনিটে ৩৫০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৩২,৬৫৮ জন শিক্ষার্থী আর ‘সি’ ইউনিটে ২৪০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৯,৯৫২টি, ফলে ‘এ ও ‘সি’ ইউনিটে আসন প্রতি প্রতিযোগী থাকছে যথাক্রমে ৪১ ও ৯৩ জন করে।

আগামী ২৫ এপ্রিল বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে ‘বি’ ইউনিট (কলা, মানবিক, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ) ভর্তি পরীক্ষা। এই ইউনিটে ৪৪০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২৩,৭৯২ জন। প্রতিটি আসনের জন্য লড়বেন ৫৪ জন শিক্ষার্থী।

কুবি’র ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মাদ সোলায়মান বলেন, ভর্তি পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে নেওয়া হয়েছে সর্বাত্মক প্রস্তুতি। কেন্দ্রগুলোতে নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত সদস্যরা।