শিরোনাম
চাঁদপুর, ১৯ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলা সদরে আজ পুরোনো ও মেয়াদোত্তীর্ণ খাবার সংরক্ষণ ও বিক্রির দায়ে দুই রেস্টুরেন্ট মালিককে মোট ১৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ শনিবার দুপুরে শহরের ইলিশ চত্বর এলাকায় বাজার তদারকি অভিযানকালে এ জরিমানা করেন জেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
সহকারী পরিচালক জানান, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, পুরাতন মাংস ও কাবাব বিক্রয়ের জন্য সংরক্ষণ করায় আবরার রেস্টুরেন্ট- এর মালিককে ১০ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ রুটি বিক্রির জন্য সংরক্ষণ করায় অরেঞ্জ ক্যাফের মালিককে ৩ হাজার টাকাসহ মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।