বাসস
  ১৯ এপ্রিল ২০২৫, ১৭:২৯

নওগাঁয় পলিটেকনিক শিক্ষার্থীদের‘ রাইজ ইন রেড’ কর্মসূচি

আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা দাবির প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে ‘রাইজ ইন রেড’ কর্মসূচির পালন করেছে নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ছবি : বাসস

নওগাঁ, ১৯ এপ্রিল, ২০২৫ (বাসস) : পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা দাবির প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে ‘রাইজ ইন রেড’ কর্মসূচির পালন করেছে নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে মানববন্ধনে অংশ নেন এবং বিভিন্ন স্লোগানের মাধ্যমে ছয় দফা দাবির দ্রুত বাস্তবায়ন দাবি করেন।

জানা যায়, গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়। 

এর আগে শুক্রবার জুমার নামাজ শেষে শিক্ষার্থীরা কাফনের কাপড় পরিধানএবং মাথায় সাদা কাপড় বেঁধে একটি প্রতিবাদী মিছিল করেন। তারা জানান, ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত এ  আন্দোলন চলমান থাকবে।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা তাদের প্রতিষ্ঠানের মূল ফটকটিকে লাল কাপড় দিয়ে ঢেকে দেন।