শিরোনাম
সাতক্ষীরা, ১৯ এপ্রিল, ২০২৫ (বাসস): জেলার দেবহাটায় আজ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি আইসক্রিম ফ্যাক্টরীকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের বাজার তদারকি টিম দুপুরে উপজেলার সখিপুর এলাকার একটি আইসক্রিম কারখানার মধ্যে নোংরা অপরিচ্ছন্ন অস্বাস্থ্যকর পরিবেশ ও অন্যটিতে পণ্য উৎপাদনের কোন তথ্য না থাকার অভিযোগে জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন, জাতীয় ভোক্তা অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর। এসময় তার সঙ্গে ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলাসহ জেলা পুলিশের একটি টিম।
ভোক্তা অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর এসময় জানান, দেবহাটা উপজেলার সখিপুর কাজীমহল্লায় মিঠাই আইসক্রিম ফ্যাক্টরির পণ্যে উৎপাদন তথ্য না থাকায় ১৫ হাজার টাকা এবং দক্ষিণ সখিপুরে নিউ কোয়ালিটি আইসক্রিম ফ্যাক্টরির মধ্যে নোংরা অপরিচ্ছন্ন অস্বাস্থ্যকর পরিবেশের কারনে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এ দুটি কারখানায় সর্বমোট ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।