বাসস
  ২০ এপ্রিল ২০২৫, ১৫:৫২

ফেনীতে কৃষিজমির মাটি কাটায় ৫ লাখ টাকা জরিমানা

ছবি : বাসস

ফেনী, ২০ এপ্রিল ২০২৫ (বাসস) : জেলার সদর উপজেলায় আজ ফসলি জমির মাটি কাটায় শেখ ফরিদ (৪৮) নামে একব্যক্তিকে ৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।   

আজ রোববার দুপুরে ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের কসকা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার। 

সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার জানান, সদর উপজেলার কসকা এলাকায় ফসলি জমির টপসয়েল কেটে উর্বরতা নষ্ট করায় খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা নাজমুল হকের ছেলে শেখ ফরিদকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।