বাসস
  ২০ এপ্রিল ২০২৫, ১৬:১৯

নারায়ণগঞ্জে ভবন নির্মাণে নকশার ব্যত্যয় ঘটায় একলাখ টাকা জরিমানা

নারায়নগঞ্জ শহরে রাজউক অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে ভবনের নির্মাণ কাজ করায় ‘স্টারভিউ হাউজিং লিমিটেড’ ঠিকাদারি প্রতিষ্ঠানকে একলাখ টাকা জরিমানা। ছবি: বাসস

নারায়ণগঞ্জ, ২০ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলায় আজ নারায়নগঞ্জ শহরে রাজউক অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে ভবনের নির্মাণ কাজ করায় ‘স্টারভিউ হাউজিং লিমিটেড’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে একলাখ টাকা জরিমানা, নির্মাণাধীন ওই ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন-সহ নির্মাণকাজ স্থগিতের আদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত। 

আজ রোববার দুপুর ১২টার দিকে শহরের আলম খান লেন এলাকায় রাজউক-এর নারায়ণগঞ্জ ৮/৩ জোনের আওতাধীন এলাকায় ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা পারভীন। 

অভিযানকালে রাজউক-এর ৮/৩ জোনের সহকারী অথরাইজড অফিসার এফ. আর. আশিক আহমেদ, মো. নেয়ামুল জহির, ইমারত পরিদর্শক মো. রাজিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন ।